• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

‘ইতি, তোমারই ঢাকা’ আসছে নভেম্বরে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

বিশ্বের বেশকিছু উৎসব জয় করে অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে অমনিবাস সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’। চলতি বছর নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।

ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধকে উপজীব্য করে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ১১ জন তরুণ নির্মাতা। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান জয়, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, আবদুল্লাহ আল নূর, তানভীর আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

‘ইতি, তোমারই ঢাকা’তে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ, ত্রপা মজুমদার, ফজলুর রহমান বাবু, ফারহানা হামিদ, শাহতাজ মনিরা হাশিম, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে মুক্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। গত বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৩তম আসরে ‘ইতি, তোমারই ঢাকা’ ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর এখন পর্যন্ত অর্জন করেছে কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের ১৫তম আসরে ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ এবং জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার পায় এটি। বিশ্বের প্রায় ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ অংশ নিয়েছে।