• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

এবার গোবরের তৈরি হবে ‘রঙ’

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

গোবর থেকে তৈরি রঙ মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকেই মিলবে ভারতের বাজারে। ভারতের ক্ষুদ্র শিল্প উদ্যোক্তামন্ত্রী নিতিন গড়কড়ির হাত ধরে ভারতের খাদি গ্রামীণ শিল্প কমিশন বাজারে আনতে চলেছে এই বিশেষ রঙ যার নাম দেয়া হয়েছে 'খাদি ভেডিক পেইন্ট'।

ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কর্তৃক অনুমোদিত রঙটির প্রধান বৈশিষ্ট্য এটি একই সঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল।

খাদি গ্রামীণ শিল্প কমিশন ভারতীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছে, আপাতত ডিস্টেম্পার পেইন্ট এবং প্লাস্টিক ইমালশান পেইন্ট, এই দুই ধরনেরই রঙ পাওয়া যাবে। তাদের দাবি, এই রঙের লেড, ক্রোমিয়াম, পারদ, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু নেই, ফলে এটি পরিবেশবান্ধব। এটি দামেও সস্তা।

রঙটি তৈরি হয়েছে জয়পুরের কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইন্সটিটিউটে। ভারতের তিনটি গবেষণাগারে এই রঙটির গুণমান পরীক্ষা হয়েছে। এর মধ্যে আছে দিল্লির শ্রীরাম ইন্সটিটিউট, গাজিয়াবাদের ন্যাশানাল টেস্ট হাউজ এবং মুম্বইয়ের ন্যাশানাল টেস্ট হাউজ।