• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঘরোয়া উপায়ে বেসন তৈরি দারুণ কৌশল!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ মে ২০২০  

চলছে পবিত্র মাহে রমজান। সেই সঙ্গে করোনা সংক্রমণ থেকে বাঁচতে চলছে লকডাউনও। তাই সবার ঘর থেকে বের হওয়া এক প্রকার বন্ধ। রোজা রেখে ইফতারে বেসন দিয়ে তৈরি আলু ও বেগুন চপ সবাই খেয়ে থাকেন।

তবে লকডাউনে অনেকে চাইলেও বাইরে বের হয়ে ইফতার সামাগ্রী আনতে পারছেন না। অন্যদিকে বাজার থেকে কিনে আনা বেসনও স্বাস্থ্যসম্মত হয় না। তাই বাসায় বসে নিজেই তৈরি করে নিন বেসন। তাও একদম সহজ ও অল্প সময়ে। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে বেসন তৈরির পদ্ধতিটি- 

যেভাবে তৈরি করবেন

বুটের ডাল ভালো করে ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিন। এবার প্যানে মাঝারি আঁচে সময় নিয়ে ভাজুন। প্রায় ১৫ মিনিট ভাজার পর একটা মুখে দিয়ে দেখুন। যদি সহজেই ভেঙে যায় তবে চুলা থেকে নামিয়ে ফেলুন। এবার ভাজা ডাল নামিয়ে ঠাণ্ডা করুন। ব্লেন্ডারে অল্প অল্প ডাল দিয়ে ব্লেন্ড করে চালনি দিয়ে ছেঁকে নিন। বাকি অংশ আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে নেয়া অংশ মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন। স্বাভাবিক তাপমাত্রায় এই বেসন তিন মাস পর্যন্ত ভালো থাকে।