• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

একাদশ সংসদ নির্বাচন

‘জনগণ বিচার করবে’

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮  

ঐক্যজোটে জামায়াত ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন ড. কামাল হোসেন। তার নীতি বা আদর্শ নেই। জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণই তাদের বিচার করবে।

বৃহস্পতিবার দুপুরে ভোলায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তোফায়েল বলেন, যে দল ২২ জন যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে তারা কিভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে। যারা গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল সেই ফাসির আসামি বাবরের স্ত্রীকেও মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন, ২০০১ সালের পরে বিএনপি যে অত্যচার নির্যাতন করেছে তার বিরুদ্ধে মানুষ সোচ্চার। ৩০ ডিসেম্বর ভোট দিয়ে মানুষ সেই সন্ত্রাসীদের জবাব দিবে।

এর আগে তিনি সদরের পশ্চিম ইলিশা, বাপ্তা ইউপির বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সিনিয়র সহ- সভাপতি মাহমুদ, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ দলীয় নেতাকর্মীরা।