• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নাজিরপুরে মাছের ঘেরে গাঁজা চাষ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে এক মাছের ঘের থেকে চাষ করা গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী)  দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই মৎস্য ঘেরে উপরের জমিতে চাষ করা  ১৪টি গাঁজা গাছ উদ্ধার করেন।   
নাজিরপুর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মো. বাবুল খানের মালিকানাধীন মৎস্য ও সবজি ঘেরে চাষ করা ১৪টি গাঁজা গাছ উদ্ধার করে থানা পুলিশ।  দেলোয়ার হোসেন জানান, সেখানে গিয়ে দেখা যায় সবজি গাছের সাথে গাঁজা চাষ করা হচ্ছে।  সেখানে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ওই ইউনিয়নে স্থাণীয় মো. এহসানুল কবির তুহিন জানান, বাবুল খানের ওই জমিতে দীর্ঘ দিন ধরে গাঁজা চাষ হচ্ছে। তিনি স্থাণীয় প্রভাবশালী হওয়ায় কেউ তার ওই জমিতে যাওয়ার সাহস পায় না।  গত ২/৩ দিন আগেও সে কিছু গাঁজা গাছ কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মো. বাবুল খান মুঠো ফোনে জানান, গত প্রায় ৭/৮ বছর ধরে ওই জমি ও ঘের  আমার ভগ্নিপতি মো. মনির ডাকুয়া চাষাবাদ করছেন। কেউ আমাদের বিপদে ফেলতে ওই জমিতে গাজা চাষ করতে পারে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফুজ্জামান জানান, আজ দুুপুরে থানা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, সাইফুল হোসেনের নেতৃত্বে একটি দল ওই সব গাঁজা গাছ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।