• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নারী দিবসে গুগলের ডুডল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ মার্চ ২০২১  

বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গ বৈষম্যকে দূরে সরিয়ে রেখে নারীদের সম্মান আর কাজের উপযুক্ত স্বীকৃতি দেয়ার লক্ষ্যেই দিনটি পালিত হচ্ছে। এ দিনে নারীদের প্রতি বিশেষ সম্মান দেখিয়েছে গুগলও।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। অ্যানিমেশনের অসাধারণ দৃশ্যটি গুগলের হোম পেজে গেলেই চোখে পড়বে। ডুডলের ওপর ক্লিক করলে আন্তর্জাতিক নারী দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল।

বিশেষ এ ডুডলে ছবির বদলে ব্যবহার করা হয়েছে ভিডিও। এতে সমাজে নারীদের বিশেষ বিশেষ অবদান ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষের হাতে হাত মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পেশায় তারা সফলতার সঙ্গে অবদান রাখছে।

গুগলের ডুডলটি শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্ব থেকেই দেখা যাচ্ছে। এর আগেও বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে ডুডল প্রকাশ করে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

বিশেষ কোনো দিন বা ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।