• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বিশ্বের বিপজ্জনক ১০ সেতু 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

 


বিপদসংকুল গন্তব্যকে সফরসঙ্গী করতে ভালোবাসেন বিশ্বের একদল ভ্রমণপিয়াসী। তারা ‘অ্যাডভেঞ্চার ট্যুর’ নামে নতুন একটি শব্দই যোগ করে ফেলেছেন নিজেদের জীবনে। শুধু পাহাড় থাকলেই হবে না, থাকতে হবে বাঞ্জি জাম্পিং। সমুদ্রের নীল ফেনায়িত ঢেউয়েই তারা মুগ্ধ নয়, সঙ্গে প্রয়োজন প্যারাসেইলিংয়ের অভিজ্ঞতা। আমাদের বিশেষ আয়োজন বিশ্বের বিপজ্জনক ১০ সেতু নিয়ে। পাঁচটি বিপজ্জনক সেতুর বর্ণনা থাকছে প্রথম পর্বে।  

 

ডিসেপশন পাস ব্রিজ, যুক্তরাষ্ট্রডিসেপশন পাস ব্রিজ, যুক্তরাষ্ট্র

বিপজ্জনক সেতুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত এই ব্রিজটি। ১৯৩৫ সালে নির্মিত দুই লেনের ব্রিজটির একটি অংশে গাড়ি চলাচল করে আর অপর অংশ অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের হাঁটার জন্য। শীতের বিকেলে ব্রিজটিতে হেঁটে যাওয়ার সময় আপনাকে গ্রাস করে নেবে ঘন কুয়াশা। আর শিহরিত হতে হবে ১৮০ ফুট নিচে বয়ে যাওয়া নদীর কুলকুল ধ্বনি শুনে।মাউন্ট তা-ই ইমমোরটাল ব্রিজ

মাউন্ট তা-ই ইমমোরটাল ব্রিজ

মাউন্ট তা-ই পর্বত তিন হাজার বছর ধরে চীনের প্রাচীন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। ব্রিজটিতে মেঘ স্পর্শ করা যায় বলে দিন দিন এটি ভ্রমণপিপাসুদের তালিকায় জনপ্রিয়ের শীর্ষে উঠে গেছে।  সিদু রিভার ব্রিজ, চীন

সিদু রিভার ব্রিজ, চীন

স্টিলনির্মিত এ ব্রিজটি যুক্ত করেছে চীনের রাজধানী সাংহাই ও শংকিং শহর দুটোকে। তবে সবচেয়ে আকর্ষণীয় এর উচ্চতা।তিতলিস ক্লিফ ওয়াক, সুইজারল্যান্ডতিতলিস ক্লিফ ওয়াক, সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের আল্পসে পায়েহাঁটা এ ব্রিজটি ভূমি থেকে ১০ হাজার ফুট ওপরে। পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় এ ব্রিজটি। তুষারঝড়ের কবলে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটে ব্রিজটিতে। তিতলিস ক্লিফ ওয়াক, সুইজারল্যান্ড 

হোসাইনি হ্যাঙ্গিং ব্রিজ

পাকিস্তানের হুঞ্জা নদীর ওপর এ ব্রিজটিতে হেঁটে যেতে সাহসী হলেই হবে না, হতে হবে দুঃসাহসী। ব্রিজটির মূল কাঠামোই নির্মিত হয়েছে শুধু তার, দড়ি ও কাঠ দিয়ে। কোথাও কোথাও কাঠ ধসে পড়ায় ঝুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়।