• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভালোবাসা দিবস কাটুক নিরাপদে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

ভালোবাসা সপ্তাহের শেষ দিন শুক্রবার। পহেলা ফাল্গুনেই এবার ভালোবাসা দিবস। সে কারণে দিনটির রঙ একটু বেশিই গাঢ়। ছুটির দিন হওয়ায় অনেকেই হয়তো প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু যেখানে যাবেন আপনি নিরাপদ তো? অনেক সময় ভয়ানক বিপদের মুখোমুখি হতে পারেন। আপনার জন্য রইলো কিছু পরামর্শ-

* কোথায় যাবেন, সেটা নির্বাচন করুন আগেই। তবে একেবারে নির্জন জায়গায় না যাওয়াই ভালো। বিশেষ দিনগুলোতে এসব স্থানে দুর্বৃত্তরা ওঁত পেতে থাকে।

* খুব বেশি ভিড়ের মধ্যে যাবেন না। হাতব্যাগ ও মানিব্যাগ সাবধানে রাখুন। অন্যদিকে নিজের প্রিয়জনের দিকেও খেয়াল রাখুন।

* একটু নিরিবিলি প্রেম করার সুযোগ খুঁজতে গিয়ে ‘যেনতেন’ রেস্তোরাঁয় ঢুকবেন না। খেতে গেলে পরিচিত ও ভালো জায়গাতেই যান।

* সিনেমা দেখুন, রেস্তোরাঁয় খান, বইমেলা ঘুরে আসুন। মাথায় রাখবেন, ঘণ্টা হিসেবে নৌকা ভাড়া নিয়ে বেড়ানোর নাম করেও অনেক রকমের দুর্ঘটনা ঘটে থাকে।

* পাবলিক প্লেসে আপত্তিকর আচরণ করা থেকে বিরত করুন।

* খুব বেশি রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি না করাই উত্তম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছিনতাইসহ নানা রকমের দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে অনেক এলাকাতেই। নিজে নিরাপদ থাকুন, প্রিয়জনকেও নিরাপদ রাখুন।