• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সরকারি চাকরিজীবীদের নতুন সুখবর

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন সুখবর দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে, সরকারি চাকরিজীবীদের চিকিৎসাসহ পাঁচ ধরনের অনুদান দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে কল্যাণ তহবিলের মাসিক চাঁদার পরিমাণ ও যৌথ বীমার প্রিমিয়াম। এ বিষয়ে, গেল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সূত্র জানায়, বর্তমানে মাসিক কল্যাণ ভাতার পরিমাণ ১ হাজার টাকা। এটি বাড়িয়ে করা হয়েছে ২ হাজার টাকা। আগে সাধারণ চিকিৎসার জন্য অনুদান দেয়া হতো ২০ হাজার টাকা। এখন সেটি বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা।

যৌথ বীমার এককালীন অনুদান দেয়া হতো ১ লাখ টাকা, তা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ টাকা। এছাড়া, ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান দাফন অথবা অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তার পরিমাণ আগে ছিল ৫ হাজার টাকা। সেটি এখন বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা।

অন্যদিকে, কল্যাণ তহবিলের মাসিক চাঁদার পরিমাণ মূল বেতনের সর্বোচ্চ এক শতাংশ ও সর্বোচ্চ ৫০ টাকার পরিবর্তে করা হয়েছে ১৫০ টাকা। যৌথ বীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম মূল বেতনের ০.৭০ শতাংশের (সর্বোচ্চ ৪০ টাকা) পরিবর্তে এখন দিতে সর্বোচ্চ ১০০ টাকা।

আরও জানা গেছে, এই সংশোধনী আনতে কর্মচারী কল্যান বোর্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আনা  হবে। তবে, ভবিষ্যতে এ ধরনের হ্রাস না বৃদ্ধি সংক্রান্ত কোনো সংশোধনী আনতে আইন সংশোধনের প্রয়োজন হবে না। প্রয়োজন মনে করলে কর্মচারী কল্যাণ বোর্ড বিধি মোতাবেক সংশোধনী আনতে পারবে।