• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

হুমায়ুন ফরিদীর প্রয়াণ দিবস আজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন হুমায়ুন ফরিদী। আট বছর আগে বসন্তের প্রথমদিনে পৃথিবী ছেড়ে চলে যান কিংবদন্তি এই অভিনেতা। এ বছর তাকে দেয়া হয়েছে মরণোত্তর একুশে পদক। 

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র--তিন মাধ্যমেই সমান জনপ্রিয় হুমায়ুন ফরিদী। সত্তরের দশকে ঢাকা থিয়েটার দিয়ে মঞ্চে যাত্রা। কীত্তনখোলা, কিরামত মঙ্গলসহ বেশ কয়েকটি মঞ্চ নাটকে তার অভিনয় জয় করে দর্শকহৃদয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সান্নিধ্যে আসনে নাট্যচার্য সেলিম-আল-দ্বীনের।

আশির দশকে ভাঙনের শব্দ শুনি, সংশপ্তক, কোথাও কেউ নেই টিভি নাটক দিয়ে সাড়া ফেলেন এই অভিনয়শিল্পী। চলচ্চিত্র জগতেও মুগ্ধতা ছড়ান হুমায়ুন ফরিদী। তার খলনায়কের চরিত্র ভিন্নমাত্রা যোগ করে বাংলা চলচ্চিত্রে।

২০০৪ সালে মাতৃত্ব ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরীদি। ১৯৫২ সালে ঢাকায় জন্ম নেয়া এই গুণী শিল্পীর প্রস্থান ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি।