• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

হ্যাকারদের টার্গেটে এলন মাস্ক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ জুন ২০২১  

সাম্প্রতিক বছরগুলোতে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক বার বার সাইবার হ্যাকারদের কবলে পড়েছেন।

পেপাল, সায়েন্টোলজির মতো অনেক প্রতিষ্ঠানের বেনামি অ্যাকাউন্ট থেকে এ হ্যাকাররা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। সম্প্রতি হ্যাকাররা আবারও এলনকে টার্গেট করেছে। তাদের উদ্দেশ্য বিটকয়েনের মাধ্যমে অর্থ আদায় করা।

অজ্ঞাত হ্যাকাররা এলনের সমালোচনা করে এক ভিডিও বার্তায় বলেন, ক্রিপ্টোকারেন্সি বাজারে এলনের ক্ষমতা ও দাম্ভিকতার জেরেই তারা তাকে টার্গেট করেছে। তিনি (এলন) শ্রমিকদের কষ্ট দেন এবং নিজেকে মঙ্গলগ্রহের বাদশাহ মনে করেন।

এদিকে এলনের কোম্পানি বিটকয়েনের মাধ্যমে অর্থ নেয়া বন্ধ করেছে। গত মার্চে তারা বিটকয়েনের এই সেবাটি চালু করেছিল।

প্রসঙ্গত, হ্যাকাররা বেশির ভাগ সময় বিটকয়েনে অর্থ পরিশোধ করতে বলে। চেইন অ্যানালাইসিস নামের একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বলেছে, গত বছর বিটকয়েনের মাধ্যমে র‌্যানসমে অর্থ পরিশোধ করার বিষয়টি ২০১৯ সালের তুলনায় ৩১১ শতাংশ বেড়েছে।

সূত্র: এনডিটিভি, দ্য ইকোনোমিস্ট