পপ গুরু আজম খানের জন্মদিন
পিরোজপুর সংবাদ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১

আজ ২৮ ফেব্রুয়ারি, কিংবদন্তি পপ সম্রাট আজম খানের জন্মদিন। ১৯৫০ সালের আজকের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান হলেও তিনি আজম খান নামে সর্বাধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন।
তাঁকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। তাঁর গানের বিশেষত্ব ছিল পশ্চিমা ধাঁচের পপগানে দেশজ বিষয়ের সংযোজন ও পরিবেশনার স্বতন্ত্র রীতি। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- বাংলাদেশ (রেল লাইনের ঐ বস্তিতে), ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আসি আসি বলে ইত্যাদি।
মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নেন। প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
আজম খান ১৯৫০ সালে ঢাকার আজিমপুরে জন্ম গ্রহণ করেন। বাবা সরকারি কর্মকর্তা হওয়ার সুবাদে তাঁর ছেলেবেলা কাটে আজিমপুরের ১০ নম্বর সরকারি কোয়ার্টারে। ১৯৫৫ সালে তিনি প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৬ সালে তাঁর বাবা কমলাপুরে বাড়ি বানান। এরপর থেকে সেখানে বসতি তাঁদের। সেখানে তিনি কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলে প্রাথমিক স্তরে এসে ভর্তি হন। তারপর ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন। ১৯৭০ সালে টি অ্যান্ড টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি।
মাত্র ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আজম খান। ওই সময় প্রশিক্ষণ শিবিরে তার গাওয়া গানগুলো মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগাতো। প্রশিক্ষণ শিবিরে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করার পর তিনি কুমিল্লার সালদায় প্রথম সরাসরি যুদ্ধ করেন। যুদ্ধে দুই নম্বর সেক্টরের একটা সেকশনের ইনচার্জ ছিলেন তিনি। এসময় ঢাকা ও এর আশপাশে বেশ কয়েকটি গেরিলা আক্রমণেও অংশ নেন আজম খান। বিশেষত যাত্রাবাড়ী-গুলশান এলাকার গেরিলা অপারেশনগুলো পরিচালনার দায়িত্ব পান তিনি। তার নেতৃত্বে সংঘটিত হয় ‘অপারেশন তিতাস’।
১৯৭১ সালের পর তার ব্যান্ড ‘উচ্চারণ’ এবং আখন্দ ভ্রাতৃদ্বয় (লাকী আখন্দ ও হ্যাপী আখন্দ) দেশব্যাপী সঙ্গীতের জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বন্ধু নিলু আর মনসুর গিটারে, সাদেক ড্রামে, নিজেকে প্রধান ভোকাল করে করলেন এক অনুষ্ঠান।
১৯৭২ সালে বিটিভিতে ‘এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি সরাসরি প্রচার হয়। ব্যাপক প্রশংসা ও তুমুল জনপ্রিয়তা এনে দিল এ গান দুটি। দেশজুড়ে পরিচিতি পেয়ে গেল তাদের দল। ১৯৭৪-৭৫ সালের দিকে তিনি বাংলাদেশ টেলিভিশনে ‘রেললাইনের ঐ বস্তিতে’ শিরোনামের গান গেয়ে হইচই ফেলে দেন।
আজম খান ক্রিকেটারও ছিলেন। ১৯৯১—২০০০ সালে তিনি গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন। তিনি ভালো সাঁতারুও ছিলেন এবং নতুন সাঁতারুদেরকে মোশারফ হোসেন জাতীয় সুইমিং পুলে সপ্তাহে ৬ দিন সাঁতার শিখাতেন।
এছাড়া ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে একটি নাটকে কালা বাউলের চরিত্রে অভিনয় করেন তিনি। ‘গডফাদার’ নামক একটি বাংলা সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন ২০০৩ সালে। বিজ্ঞাপন জগতে তিনি পদার্পণ করেন একই বছরে একটি এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনের মাধ্যমে। পরবর্তী সময়ে আরও অনেক বিজ্ঞাপনে কাজ করেন তিনি।
দেশজ লোকসঙ্গীত, পল্লীগীতি, আধুনিক অথবা সমাজ সচেতন গানের সঙ্গে পপ শৈলীর মিশ্রণ দিয়ে গানের এক বিরাট সম্ভার রেখে গিয়েছেন তিনি। আজম খান ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও গায়ক। তার পপ আঙ্গিকের সঙ্গীত বাংলাদেশের যুব সমাজের কাছে পেয়েছে বিপুল সমাদর।
‘এক যুগ’ নামে তাঁর প্রথম অডিও এলবাম ক্যাসেট প্রকাশিত হয় ১৯৮২ সালে। ১৭টি একক, ডুয়েট ও মিশ্রসহ সব মিলিয়ে তাঁর গানের অ্যালবাম ২৫টি। তাঁর প্রথম সিডি বের হয় ১৯৯৯ সালের ৩মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায়। আজমের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে আছে দিদি মা, বাংলাদেশ, কেউ নাই আমার, অনামিকা, কিছু চাওয়া, নীল নয়নতা ইত্যাদি। মৃত্যুর পর আগস্ট ১১, ২০১১ সালে ইম্প্রেস অডিও ভিশনের ব্যানারে 'গুরু তোমায় সালাম' নামে তার সর্বশেষ এলবাম প্রকাশিত হয়
বাংলাদেশেই নয়, উপমহাদেশেও তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তার বর্ণাঢ্য সঙ্গীত জীবনে হলিউড থেকে ডিসকো রেকর্ডিংয়ের সৌজন্যে ১৯৯৩ সালে ‘বেস্ট পপ সিঙ্গার অ্যাওয়ার্ড’, ‘টেলিভিশন দর্শক পুরস্কার ২০০২’, ‘কোকাকোলা গোল্ড বটল’সহ ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন।
আজম খানের মায়ের নাম ছিল জোবেদা খাতুন। তাঁর বাবা মোহাম্মদ আফতাবউদ্দিন খান তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথির চিকিৎসক ছিলেন। আজমের তিন ভাই ও এক বোন ছিল। বড় ভাই সাইদ খান (সরকারি চাকরিজীবী), মেজো ভাই বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত সংগীত পরিচালক আলম খান; আলম খানের তত্ত্বাবধানে আজম খানের প্রথম গান রেকর্ডিং হয়েছিল। ছোট ভাই লিয়াকত আলী খান (মুক্তিযোদ্ধা) এবং ছোট বোন শামীমা আক্তার খানম। ১৯৮১ সালের ১৪ জানুয়ারি ঢাকার মাদারটেকে তিনি সাহেদা বেগমকে বিয়ে করেন। তাঁদের ঘরে জন্ম নেয় এক ছেলে এবং দুই মেয়ে। প্রথম সন্তানের নাম ইমা খান, দ্বিতীয় সন্তান হৃদয় খান এবং তৃতীয় সন্তান অরণী খান। স্ত্রী সাহেদা বেগমর সাথে সেপারেশনের পর থেকে একাকী জীবনযাপন করেন তিনি।
এক বছরেরও বেশি সময় ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে ২০১১ সালের ৫ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা পপ সঙ্গীতের এক পথপ্রদর্শক আজম খান।
- সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যু ১১২
- এবার জুটি বাঁধলেন ফেরদৌস ও নুসরাত ফারিয়া
- বাতাসেও ছড়ায় করোনা, যেভাবে সতর্ক থাকবেন
- নুরের বিরুদ্ধে পল্টন থানায় আরও একটি মামলা
- গরমে হঠাৎ মুখে ব্রণ বেড়ে গেলে যা করবেন
- নানা পদের ইফতারি
বাদামের লাচ্ছি - কৃষি গুচ্ছের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম চূড়ান্ত
- প্রধানমন্ত্রীর অনুমোদন হলেই লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন: ফরহাদ হোসেন
- বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ
- দেশীয় অটোমোবাইল শিল্প রক্ষায় কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
- মঠবাড়িয়ার কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ সম্পন্ন
- চলমান শর্ত প্রযোজ্য থাকবে পরবর্তী লকডাউনে
- জাল টাকা-ইয়াবাসহ ভুয়া পিএস গ্রেফতার
- ভোগান্তি ছাড়াই মিলছে চার দেশের বিমানের টিকিট
- গাজীপুরে ককটেল বিস্ফোরণ, হেফাজতের আমিরসহ গ্রেফতার ৩
- যুক্তরাষ্ট্র থেকে ৩ কোটি টাকার গবেষণা সরঞ্জাম পেল জবি
- পৃথিবীর প্রথম ‘জীবন্ত’ রোবট আবিষ্কার
- লকডাউন আরো ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত
- ৪ বিভাগে কালবৈশাখীর আভাস
- হেফাজত কর্মীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত
- প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিল: কাদের
- ‘বিএনপির মিথ্যাচার মির্জা আব্বাসের কথায় উন্মোচিত হয়েছে’
- এমবাপ্পের জোড়া গোল, পিএসজির নাটকীয় জয়
- আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- পররাষ্ট্র সার্ভিস জনকল্যাণমুখী করার প্রত্যয়
- শেখ হাসিনা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন: পররাষ্ট্রমন্ত্রী
- ১৯ এপ্রিল ১৯৭১
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৮ নির্দেশনা - উচ্চ তাপ সহনশীল ধানের নতুন জাত উদ্ভাবন, দেখতে ছুটলেন মন্ত্রী
- মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৮
- চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশ
- মঠবাড়িয়ার স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে অর্থ ছিনতাইকারী গ্রেপ্তার
- অনলাইন অর্ডারের ডেলিভারি চলবে রাত ১২টা পর্যন্ত
- মঠবাড়িয়ায় গৃহবধূকে হত্যাচেষ্টা মামলার আসামী মাদকসহ গ্রেপ্তার
- মঠবাড়িয়ায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন বিদ্যালয় ভবন নির্মাণ
- ধরা খেলেন মামুনুল হক, রিসোর্টের রেজিস্টারের তথ্যই প্রমাণ
- মঠবাড়িয়া পৌর শহরে সড়ক বাতি ও আধুনিক ডাস্টবিন স্থাপন
- মঠবাড়িয়ায় মাদক সেবনকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন ॥ গ্রেপ্তার-৪
- স্বরূপকাঠিতে লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন
- মঠবাড়িয়ায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫২টি গৃহনির্মাণ কাজের উদ্বোধন
- মঠবাড়িয়ায় সাফা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন
- মঠবাড়িয়ায় ৫ কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
- করোনা মোকাবেলায় পিরোজপুরে জেলা পুলিশের সচেতনতা র্যালী
- মুজিববর্ষে মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
- মামুনুলের সঙ্গে থাকা সেই নারীর পরিচয় মিলেছে
- মঠবাড়িয়ায় দুঃস্থ্যদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
- খালেদার করোনা আক্রান্তে সম্পত্তির ভাগ বুঝে নিতে মরিয়া শর্মিলা
- মঠবাড়িয়ায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা
- মঠবাড়িয়ায় করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতায় থানা পুলিশের র্যালী
- ‘সিআইডি’ দেখে প্রবাসীদের বাড়িতে ডাকাতি করত তারা
- ওজন বাড়াতে ‘বানানা শেইক’ খান সঠিক নিয়মে