• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঘরে ঘরে নবান্ন আয়োজন

তিলের পুলি পিঠা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

উপকরণ: চিনি দুই কাপ, ময়দা আধা কাপ, চালের গুঁড়া এক কাপ, সুজি আধা কাপ, তিল সিঁকি কাপ, ঘি দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো, খেজুরের গুড় আধা কাপ।

প্রণালী: প্রথমে পানি গরম করে তার মধ্যে চালের গুঁড়া, ময়দা ও লবণ দিয়ে ডো তৈরি করে নিন। এরপর তিল শুকনা খোলায় হালকা ভেজে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে এর মধ্যে সুজি ও তিল ভেজে গুড় দিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। রস জ্বাল দিয়ে অর্ধেক করুন। ময়দা থেকে লেচি কেটে ভেতরে তিলের পুর ভরে রসে দিয়ে তুলে নিন। ব্যস তৈরি হয়ে গেল তিলের পুলি পিঠা।