• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শীতের সবজি রেসিপি

বেগুনের দোলমা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

উপকরণ: ভাজা বেগুন আধা কেজি, সরিষার তেল এক কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, টকদই এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, তেঁতুল গোলা এক কাপ, চিনি এক চা চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো। 

প্রণালী:  প্রথমে ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করুন। এবার গরম তেলের মধ্যে একে একে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, টকদই, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি সব একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো মশলার মধ্যে ভাজা বেগুন, তেঁতুল গোলা, চিনি, পেঁয়াজ বেরেস্তা ও জিরের গুঁড়া দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। 

এরইমধ্যে অন্য চুলায় একটি প্যানে সরিষার তেল দিয়ে গরম করে নিন। এতে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিন। এবার রান্না করা বেগুন পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিন। কমপক্ষে ৫ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলেই দেখুন তৈরি হয়ে গেছে সুস্বাদু বেগুনের দোলমা। এবার নামিয়ে গরম দুপুরে ভাতের সঙ্গে পরিবেশন করুন।