• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আগৈলঝাড়ায় শোভাযাত্রা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ মে ২০২৪  

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৭ মে সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আ.সাত্তার মোল্লা, হেমায়েত উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড.কাসেম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত বলেন, ’৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যা কান্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে এই দিনে দেশের মাটিতে পা রাখেন শেখ হাসিনা। সেইদিন তাকে স্বাগত জানায় বাংলার আপামর সাধারণ জনগন। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৪৪ বছর যাবত বিচক্ষনতার সাথে আওয়ামী লীগ এর নেতৃত্ব দিয়ে বিশ্বে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।