• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

খুলনা হাসপাতালের গেট থেকে চুরি হয়ে গেল নবজাতক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

খুলনা মেডিকেলল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে শিশুটি চুরি হয়।
নবজাতক চুরির বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান। একদিন বয়সী নবজাতক ছেলেটি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজং গ্রামের তোরাব আলী ও রানি বেগম দম্পতির সন্তান।

ডা. রবিউল হোসেন জানান, হাসপাতালের গেট থেকে একদিন বয়সী নবজাতক চুরি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তারা বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করেছিল। তখন বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চালকের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় নবজাতক তার খালার কোলে ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা এক নারীর কাছে নবজাতক রেখে তার খালা হাতাহাতি ঠেকাতে যায়। হুড়োহুড়ির মধ্যে ঐ নারী নবজাতক নিয়ে চলে যায়।

তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।

সোনাডাঙ্গা থানার এস আই সুকান্ত দাস বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। হাসপাতালের সামনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।