• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার ও পাওয়ার টিলার বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

সরকার ভর্তুকী মুল্যে কৃষকদের মাঝে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ১২টি ধান মাড়াই করা পাওয়ার থ্রেসার মেশির ও পাওয়ার টিলার চালিত সিডর যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৪ জানুয়ারী বিকেল ৫টায়  উপজেলা কৃষি অফিস চত্তরে বসে ইরি-বোরো ধান ক্ষেতে চাষ দেওয়া একটি পাওয়ার টিলার চালিত সিডর মেশিন ও ১২টি ধান মাড়াই করা পাওয়ার থ্রেসার মেশিন সরকার ভর্তুকী মুল্যে কৃষকদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিতরণ করা হয়।

বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাম্মাদ মাহাবুবা নার্গিস নীলা, চন্দ্র শেখর বসু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ মন্ডলসহ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে সব সময় ভর্তুকী দিয়ে আসছে। যাতে কৃষকদের চাষাবাদের কোন সমস্যা না হয়। সেই জন্য কৃষি কাজে সকল যন্ত্রপাতি ভর্তুকী মুল্যে দিচ্ছে সরকার।