• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৪ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আট দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি রমজানে আন্দোলন থেকে জনগণকে নিস্তার দিন, বিএনপিকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পার্টি না করে গরিবদের ইফতার সামগ্রী দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

বসতঘরে মিলল দুই নারীর লাশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউপির এক বাড়ির বসত ঘর হতে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় অচেতন অবস্থায় আরো একজনকে পাওয়া গেছে।
বুধবার রাতে কেদারপুর ইউপির পাশে ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কেদারপুর ইউপির সাকেব ইউপি সদস্য দেলোয়ার হোসেনের মা লালমুন নেছা ও তার পুত্র বধু রিপা আক্তার। এছাড়া এ ঘটনা দেলোয়ার হোসেনে স্ত্রী মিনারা বেগম গুরুত্বর আহত অবস্থায় বাবুগঞ্জের বাহেরচর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি জানান, বুধবার রাত ১১টার দিকে তাদের পার্শ্ববর্তী বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। এ ঘরের তিন জনকে অজ্ঞান অবস্থায় খাটে শোয়া দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন জনের মধ্যে দুই জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় ঘরের পাশে একটি সিঁধ কাটা দেখা যায়। ধারণা করা হচ্ছে, কোনো চুরির ঘটনায় পরিবারের সদস্যদের অজ্ঞান করে এ কাজ ঘটানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে মূল ঘটনা উদঘাটনের আশ্বাস দেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।