• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

‘প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর দেখবো বলে সারারাত ঘুমাতে পারিনি’

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। তিনি আমাদেরকে জাতি হিসেবে পরিচয় দিয়েছেন তৃতীয় লিঙ্গে অন্তর্ভুক্ত করে। জাতীয় পরিচয়পত্র দিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা রাস্তাঘাটে থাকতাম, তিনি আমাদেরকে জায়গা ও ঘর করে দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এবং তাকে একনজর দেখতে আমরা ছুটে আসছি মাঠে।’

শনিবার (১১ মার্চ) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে এসে আবেগ আপ্লুত হয়ে শহরের পাঠ্যদাম ব্রিজ মোড়ে এ কথা বলেন তৃতীয় লিঙ্গের সংগঠন ‘সেতুবন্ধন কল্যাণ সংঘের সভাপতি তনু।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে আমাদের সম্প্রদায়ের মানুষ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন। প্রত্যেকেই নতুন কাপড় পরে সাজুগুজু করে এসেছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। আমরা সবাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই এবং তার জন্য দোয়া করি।’

সালমা নামের তৃতীয় লিঙ্গের আরেকজন বলেন, ‘প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর দেখবো, এ জন্য সারারাত ঘুমাতে পারিনি। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমাদের পরিবারের সদস্যরা যা না করেছেন প্রধানমন্ত্রী আমাদের জন্য তার চেয়ে বেশি করেছেন। আমাদেরকে তিনি মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তার ঋণ আমরা কোনও দিন ভুলতে পারবো না। এ জন্যই সকাল সকাল সার্কিট হাউজ মাঠে আমরা সবাই ছুটে যাচ্ছি নেত্রীকে একনজর দেখার জন্য।’

আওয়ামী লীগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল সাড়ে ৩টার দিকে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই জনসভাকে সফল করতে আওয়ামী লীগসহ স্থানীয় প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শনিবার সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে সার্কিট হাউজ মাঠে যাওয়ার জন্য মানুষ বের হয়ে পড়েছেন। ময়মনসিংহ নগরী সেজেছে নতুন রূপে।