• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

উত্তপ্ত রাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর জামতলা গেটে স্থানীয় ও রাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাত ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় মেইনগেট থেকে রাবির আইবিএ ভবন পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কে বিজিবি অবস্থান করছে। একইসঙ্গে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।