• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বানারীপাড়ায় ৩ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের উদ্বোধন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

বরিশালের বানারীপাড়ায় ৩ কোটি ৭৪লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন করেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। উপজেলা এলজিইডি বিভাগের উদ্যোগে ২৭ মার্চ বিকেলে বানারীপাড়া উপজেলা মহাশ্মশান সংলগ্ন খালের উপর পৌনে চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত গার্ডার ব্রীজের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো.শাহে আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলার মহাশ্মশান সংলগ্ন খালে নৌকা দিয়ে স্থানীয়দের চলাচলে সমস্যায় পরতে হত। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ওই স্থানে চলাচলের সুবিধার জন্য একটি ব্রীজ নির্মাণের দাবী করে আসছিল। যার কারনে স্থানীয় সংসদ সদস্য মো.শাহে আলম’র সহযোগীতায় ওই খালের উপর ব্রীজ নির্মাণের জন্য ২০২১ সালের এপ্রিল মাসে ৩ কোটি ৭৪লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে টেন্ডার আহবান করে এলজিইডি বিভাগ। টেন্ডারে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে ব্রীজের নির্মাণ কাজ সম্প্রতি শেষ করেন। ২৭ মার্চ বিকেলে বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলমকে দিয়ে ওই ব্রীজ উদ্বোধন করান ঠিকাদার প্রতিষ্ঠান।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুর হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ন-সাধারন সম্পাদক সুব্রত লাল কুন্ডু ও অধ্যাপক জাকির হোসেনসহ প্রমুখ।