• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আমি দল মত নির্বিশেষে কাঙি্খত সেবা দিতে চাই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

গত দশ বছরেও বরিশালবাসী কোন মানবিক সেবা পায়নি। উল্টো বঞ্চনার শিকার হয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনা আমাকে বরিশাল বাসীর সেবা করার জন্য পাঠিয়েছেন। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। বাকিটা জীবন আমি নগরের উন্নয়ন এবং এখানকার মানুষের মাঝে থেকেই কাটিয়ে দিতে চাই। এখানে দল মত নির্বিশেষে সকলের কাছে আবেদন আমি যাতে সেই কাঙি্খত সেবা দিতে পারি আগামী ১২ জুন আমাকে উন্নয়ের নৌকা প্রতীকে আপনাদের মহামূল্যবান ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করে সে সুযোগ তৈরী করে দিবেন বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে এখানের সকল সমস্যা মহাপরিকল্পনার মাধ্যমে সমাধান করা হবে।আপনাদের সকলকে নিয়েই গড়বো নতুন বরিশাল।

মহানগর আওয়ামী ১৯ নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ভাগ্নে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এসব কথা বলেন।

বরিশাল মহানগর এর ১৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন সোমবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর হাসপাতাল রোডস্থ অমৃত লাল দে কলেজ মাঠ প্রাঙ্গণে ১৯ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আবুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য কেন্দ্রীয় নেতা এ্যাড বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আফজালুল করীম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এ্যাড মজিবর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড দেলোয়ার হোসেন মুন্সি,কেন্দ্রীয় কৃষকলীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শাজাহান হাওলাদার, বরিশাল ৪ আসনে ২০০১ সালের শেখ হাসিনা মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মেজর (অবঃ) মোঃ মহসিন শিকদার, জাতীয় পার্টি জেপির মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন সুলতান,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য অসীম দেওয়ান,জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মিলন ভূইয়া,বরিশাল জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিক বিন ইসলাম, সাংস্কৃতিক সম্মনয় পরিষদের অধ্যাপক নাজমুল হাসান আকাশ, ১৯ নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বাচ্চু,বরিশাল বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শুভ সেন, ১৯ ওয়ার্ড আঃলীগ নেতা শফিউর রহমান দুলাল, ১৯ নং ওয়ার্ড আঃলীগ নেতা জামাল হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।