• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেছেন,আমরা যারা নির্বাচনের সাথে সংযুক্ত তারা সবাই তফসিল ঘোষণার পরে এখন নির্বাচন কমিশনের অধিভুক্ত আছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবাধ, শান্তিপূর্ন ও গ্রহন যোগ্য করার জন্য নির্বাচন কমিশন বধ্য পরিকর। তিনি বলেন, আমারদের কাজ হচ্ছে ভোটারগন  যাতে তাদের ভোট অবাধে কেন্দ্রে এসে দিতে পারে। আবার ভোট দিয়ে শান্তিতে তিনি ঘরে ফিরতে পারে তার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার(১৮ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন।

উপজেলা পরিষদের শহীদ আক্কাচ-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি)  মোঃ ইমামুল হাফিজ নাদিম, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি, নির্বাচন অফিসার মোঃ বুবায়েত হাসান, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার,ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মিন্টু চন্দ্র মন্ডল, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাসার চোকদার।এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তর প্রধানগন বক্তব্য রাখেন।