• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় পূর্নবাসনের লক্ষ্যে জেলেদের মাঝে গরু বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ মার্চ ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ জাল উদ্ধার অভিযানে ক্ষতিগ্রস্থ জেলেদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। ইলিশ, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (৪ মার্চ) গরু ও ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান সিফাত, পিরোজপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মেরিন অফিসার নাসরিন ভানু, অফিস সহায়ক খান মোঃ তরিকুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, জেলেদের পুনর্বাসন করার লক্ষ্যে উপজেলা বিভিন্ন এলাকার ৪৮ টি পরিবারের হাতে ৩০ হাজার টাকা মূল্যের ছোট গাভী তুলে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, অচিরেই মঠবাড়িয়াকে অবৈধ জালমুক্ত ঘোষণা করা হবে। সেজন্য নদনদীতে কম্বিং অপারেশন (চিরুন অভিযান) চলানো হবে। এছাড়াও দরিদ্র মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান ।