• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে ভ্রাম্যমান মাছ, ডিম, দুধ ও মাংসের বাজার চালু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

পিরোজপুর প্রতিনিধি :  মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিমের নির্দেশে পিরোজপুরে শুক্রবার জেলা মৎস্য ও প্রানীসম্পদ বিভাগের যৌথ আয়োজনে ন্যায্যমূল্যে মাছ, ডিম, দুধ ও মাংসের ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে একসঙ্গে জেলার ৭টি উপজেলায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময় জনসাধারনের পুষ্টির চাহিদা মেটাতে মাছ, ডিম, দুধ ও মাংসের এই ভ্রাম্যমান বাজার পরিচালনা শুরু হয়।

এসময় ৬টি অটো ভ্যানযোগে প্রচারনা ও মাইকিং করে বাড়ি বাড়ি গিয়ে সুলভমূল্যে এসব পন্য বিক্রয় শুরু করেছেন বিক্রেতারা। জেলার ৭টি উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ৪২টি পয়েন্টে এসব আমিষজাতীয় খাবার ভ্যানে ভ্যানে করে বিক্রয় করা হচ্ছে। কঠোর লকডাউনে যারা ঘরের বাইরে বের হচ্ছেননা তারা এ ব্যাবস্থাকে সাধুবাদ জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, জেলা প্রাণী সম্পদ অফিসার আরমান হোসেন ভূঁইয়া, মৎস্য সম্পদ অফিসার আব্দুল বারি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন স্বিদ্ধার্থ সরকার ও সম্প্রসারণ কর্মকর্তা (প্রাণীসম্পদ) নুসরাত জাহান প্রমূখ।