• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে না পারলে উন্নয়ন ব্যাহত হবে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ জুন ২০২১  

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে না পারলে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে রক্ষা করতে না পারলে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের সৌন্দর্য এবং বাঙালির জাতিসত্তা নষ্ট হয়ে যাবে।
বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষায় ডিজিটাল বাংলাদেশ এগিয়ে চলছে। দেশকে অধঃপতিত অবস্থা থেকে উত্তরণ ঘটানোর বিস্ময়কর সাফল্য একজন রাষ্ট্রনায়ক দেখাতে পেরেছেন। তিনি আর কেউ নন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

পিরোজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক দীপক রঞ্জন রায় প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন খামারিদের ৩০টি স্টলে প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়। এ সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারীদের গো-খাদ্য ও ভিটামিন দেয়া হয়।