• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বরিশালে ইশরাকসহ বিএনপির ১৩০ নেতার বিরুদ্ধে মামলা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

বরিশালের গৌরনদী থানায় বিএনপি নেতা ইশরাক হোসেনসহ দলটির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পেট্রল বোমা নিক্ষেপ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও যুবলীগের ৬ নেতাকর্মীকে মারধরের অভিযোগে মামলাটি করা হয়েছে। এরইমধ্যে সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি মামলাটি করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, শনিবার ৬টার দিকে মাহিলাড়া বাজারের সামনে অবস্থান করছিলেন বাদীসহ আরো কয়েকজন। হঠাৎ ৭০-৭৫টি গাড়ির বহর এসে বাজারের বরিশাল-ঢাকা মহাসড়কে থামে। এরপর গাড়ি থেকে নেমে মডার্ন ক্লাবে হামলা ও ভাঙচুর চালিয়ে ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করে।

হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। বাদীর মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এ ছাড়া মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরো দুজনকে মারধর করে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় রাসেল রাঢ়ি নামে একজন পরিবহন শ্রমিক বাদী হয়ে মামলা করেছেন। বিস্ফোরক আইনের ধারাসহ বেশ কয়েকটি ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এরইমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।