• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

পিরোজপুরে আলোচিত এহসান গ্রুপের উপদেষ্টা গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

গ্রেফতার মাওলানা আব্দুর রব খান (৭০) এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসানের বাবা এবং পিরোজপুর সদর উপজেলার বড় খালিশাখালী এলাকার মৃত ইব্রাহীম খানের ছেলে। তিনি খলিশাখালী আশরাফুল উলুম কওমী মাদ্রাসা এবং জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসারও পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল মাওলানা আব্দুর রব খানের বিরুদ্ধে। প্রতারিত হওয়া বেশ কিছু গ্রাহকের মামলা দায়েরের পরে আত্মগোপনে ছিলেন আলোচিত এহসান গ্রুপের অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে শুক্রবার তাকে গ্রেফতার করেছে।

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসান ও তার সহযোগীকে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে মুফতি রাগীব আহসান গ্রাহকের করা অর্থ আত্মসাৎ মামলায় পিরোজপুর কারাগারে আছেন।