• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উত্তাল পদ্মা, ফেরি চলাচল বন্ধ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাবাজার ঘাটের সহকারী ম্যানেজার জামিল আহমেদ ভূঁইয়া।

তিনি বলেন, সকাল থেকেই ৬-৭টি ফেরি দিয়ে আমরা যানবাহন পারাপার করছিলাম। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় এবং পদ্মা নদীতে ঢেউ ও স্রোত বেশি থাকায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু হবে।

জামিল আহমেদ ভূঁইয়া বলেন, এ নৌপথে নিয়মিত ১৬-১৮টি ফেরি চলাচল করে। আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি অন্যদিনের চেয়ে কম। তবে ঘাটে আটকে আছে কয়েকশ ট্রাক।

শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। একই সঙ্গে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়। এছাড়া ঢেউয়ের কারণে দুই নম্বর পন্টুন সরে যায়। এ কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ ও পন্টুন পুনরায় স্থাপনের কাজ চলছে।