• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

তুরস্কের পুলিশ প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ তুরস্কের পুলিশ প্রধান মেহনেত আকতাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশ নিতে ড. বেনজীর আহমেদ বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। সেখানেই মেহনেত আকতাশের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বুধবার (২৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, উভয় দেশের পুলিশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশাল ক্রাইমসহ অন্যান্য অপরাধ শনাক্ত ও দমন কৌশল নিয়েও মতবিনিময় করেন উভয় দেশের পুলিশ প্রধান।

আইজিপি ইন্টারপোল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ প্রতিনিধিদল এবং আসিয়ানাপোলের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছেন।

বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে।