• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিরাপত্তা বিবেচনায় বিদেশি আইটি প্রতিষ্ঠানের সহায়তা নেব না: এনবিআর

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে বিদেশি আইটি প্রতিষ্ঠানের সহায়তা আর নেব না। আমাদের একটা নিজস্ব টিম আছে। প্রশিক্ষণ-কর্মশালার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

বুধবার এনবিআর সম্মেলনকক্ষে ইন্টিগ্রেটেড ভ্যাট অটোমোটেশন সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের এ চালান, আইবাস প্লাস প্লাস ও কাস্টমস অটোমেশন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশি ভেন্ডরের ওপর নির্ভরতা কমাতে হবে। তারা আসে কাজ করে চলে যায়, পরে সমস্যা দেখা দিলে আর তাদের খোঁজ পাওয়া যায় না। এটা হতে পারে না। আমরা কোনো সফটওয়্যার বিদেশি ভেন্ডর থেকে নেব না।

রহমাতুল মুনিম বলেন, এনবিআরের টিমের সক্ষমতা বাড়াতে কোনো হীনমন্যতা রাখা যাবে না। দরকার হলে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাহায্য নেব।

এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অ্যাপ বা সফটওয়্যার বেইজড যেসব সেবা এনবিআর গ্রাহকদের দেওয়া হচ্ছে সেগুলোর হালনাগাদ তথ্য আমি জানতে চাই। সোনালী ব্যাংককে আমরা ট্রাভেলারস ট্যাক্স কালেকশনের একটা অ্যাপ করে দিয়েছিলাম সেটার কি অবস্থা আমাকে জানাবেন। অ্যাপটা এ পর্যন্ত কতজন ব্যবহার করেছে আমাকে জানাবেন।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচির পরিচালক মিজ নাজমা মোবারেক, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।