• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষের দিকে। তাই নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য মহামান্য রাষ্ট্রপতি গতমাসে সংলাপ শুরু করেছিলেন দেশের নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে।

সোমবার মন্ত্রিসভায় ইসি গঠনের আইনের এই খসড়া অনুমোদন দেয়া হয়। এর আগে রাষ্ট্রপতির আমন্ত্রণে ইতিপূর্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিয়েছেন বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টিসহ দেশের নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ করেননি। আর আজ বিকেলে সংলাপের শেষ দিনে দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ করতে।

এদিকে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রায় সবগুলো রাজনৈতিক দলেরই চাওয়া ছিলো আইন তৈরি করে সেই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা। তাদের সেই চাহিদার প্রতি সাড়া দিয়েই মন্ত্রিসভায় নির্বাচন কমিশন গঠনের আইনের খসড়া অনুমোদন দিলো।