• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের এক নাগরিক হাসপাতালে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ জুন ২০২২  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় তুরস্কের এক নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের ঐ নাগরিকের বয়স অনুমানিক ৩২ বছর।

মঙ্গলবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, তুরস্কের ঐ নাগরিককে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুপুর ২টার দিকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঐ ব্যক্তি শাহজালালে আসেন।

ডা. শাহরিয়ার সাজ্জাদ সংবাদমাধ্যমে বলেন, ঐ যাত্রীর শরীরে র‌্যাশ ছিল। তবে এটি কোনো ধরনের চর্মরোগ কিনা, ওই যাত্রী সেটি নিশ্চিত করতে পারেননি এবং তিনি এ সম্পর্কিত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি।