• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ক্ষুদ্র-মাঝারি শিল্পের সুষ্ঠু বিকাশে কাজ করছে সরকার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুষ্ঠু বিকাশে আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।’

 প্রধানমন্ত্রী সোমবার (২৭ জুন) এমএসএমই দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) প্রতি বছরের মতো ২৭ জুন এমএসএমই দিবস পালন করছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষে আমি এসএমই উদ্যোক্তাদের শুভেচ্ছা জানাই।

প্রধানমন্ত্রী বলেন, আমরা শিল্পনীতি-২০১৬ ও এসএমই নীতিমালা-২০১৯ প্রণয়ন করেছি। এসডিজি-২০৩০, রূপকল্প-২০৪১, অষ্টম পঞ্চবার্ষিকী, বিভিন্ন নীতিমালা ও কৌশলপত্রে এসএমই খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা মহামারির প্রভাব মোকাবিলায় সরকার এসএমই শিল্পে আর্থিক প্রণোদন ও রপ্তানিখাতে অবদানের জন্য নগদ সহায়তা দিয়েছে। তৃণমূল পর্যায়ে ক্লাস্টারভিত্তিক শিল্প বিকাশের ফলে অধিক জনবল শ্রমখাতে নিযুক্ত হচ্ছে এবং নারী উদ্যোক্তা ও কর্মীর সংখ্যা বাড়ছে। দক্ষ জনশক্তি তৈরি করে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য দেশের এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসএমই খাতকে আরও শক্তিশালী করতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

শেখ হাসিনা বলেন, এমএসএমই খাত সংশ্লিষ্ট সবাই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে, এটাই আমার প্রত্যাশা। আমি ‘এমএসএমই দিবস ২০২২’ এর সার্বিক সাফল্য কামনা করছি।