• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পদ্মা সেতুর দুই প্রান্তে বাইক চলাচল নিষিদ্ধের প্রস্তাব

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

উদ্বোধনের দ্বিতীয় দিন পদ্মা সেতুতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। এর পরেই পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ করা হয়। এবার মোটরসাইকেল চলাচল বন্ধ হতে যাচ্ছে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের প্রবেশদ্বারে।

বুধবার(২৯ জুন) ঢাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর দপ্তরে একটি চুক্তি সই অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্থাটির প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করতে চায় সড়ক ও জনপথ অধিদপ্তর। এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হলেও সার্ভিস লেনে চলাচলের অনুমতি দেয়া হবে।