• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বাংলাদেশকে স্বীকৃতির মূল কপি হস্তান্তর করলো জার্মানি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

পাকিস্তানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদাতা দেশগুলোর অন্যতম জার্মানি। সেসময় যে কূটনৈতিকপত্রের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটির মূল কপি বাংলাদেশ সরকারকে হস্তান্তর করেছে দেশটি।

জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে— সম্প্রতি বার্লিনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার টোবিয়াস লিন্ডনার বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে কূটনৈতিকপত্রের মূল কপিটি হস্তান্তর করেন।

 

অন্যদিকে, বাংলাদেশ ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন— জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি, অভিবাসন, মানবাধিকার, নিরাপত্তা ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের মতো বিষয়গুলোতে বাংলাদেশ ও জার্মানি একই ধরনের মনোভাব পোষণ করে।

অনুষ্ঠানে স্টেট মিনিস্টার টোবিয়াস বাংলাদেশের অভাবনীয় উন্নতির প্রশংসা করে বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি।