• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে ডিসিরা অঙ্গীকারবদ্ধ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসকরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ, এটা তাদের নিয়মিত দায়িত্বের মধ্যেই পড়ে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের সব পর্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে যেখানে জেলা প্রশাসকদের যে সহযোগিতা প্রয়োজন, কেন্দ্রীয় সরকার তা করবে।

জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করতে গিয়ে জেলা প্রশাসকদের কোনও কোনও সময় সমস্যা হয় স্বীকার করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সমস্যা হতেই পারে। তবে ব্যাপারটা সাংঘর্ষিক না, এটা মতানৈক্য। যে যার ধাঁচে কাজ করতে চায় বলেই এরকম হয়।

তিনি আরও বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে দেশের ভেতরের অবস্থা হয়তো সন্তোষজনক নয়, কিন্তু অন্যান্য দেশের তুলনায় স্বস্তিদায়ক। তবে সরকার বসে নেই।

স্থানীয় সরকার পর্যায়ে সবার ক্ষমতা ও এখতিয়ার আইনে উল্লেখ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাই যার যার দায়িত্ব ও কর্তব্য ঠিকঠাক পালন করলেই হয়।