• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

পিরোজপুর সংবাদ

সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম বিক্রিতে পুলিশের সহযোগিতা চেয়ে চিঠি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র রমজানে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে ১ রমজান থেকে, চলবে ২৮ রমজান পর্যন্ত। এ কার্যক্রমে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

সোমবার (২৭ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. এমদাদুল হক তালুকদারের সই করা এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পবিত্র রমজানে মাংস, ডিম, দুধ, মুরগি ইত্যাদি সরবরাহের জোগান ও মূল্য স্থিতিশীল রাখার জন্য ঢাকায় ২০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম নেওয়া হয়েছে। এ কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নে ফ্রিজারভ্যান ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত যানবাহনসমূহ দ্বারা পণ্য পরিবহন ও বিপণনে এই ২০টি স্থান ও যানবাহনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ২৮ রমজান পর্যন্ত সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রমকে বাস্তবায়নে সার্বিক নিরাপত্তা বিধানসহ সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

রাজধানীর নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি, খামারবাড়ী, আজিমপুর মাতৃসদন, গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি, ৬০ ফুট রোড, খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গণি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ, রামপুরা, কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বছিলা, হাজারীবাগ (সেকশন), লুকাস মোড় (নাখালপাড়া), নয়াবাজার (পুরান ঢাকা) ও কামরাঙ্গীরচর এলাকায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

এ বছর প্রাথমিকভাবে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতিটি ১০ টাকায় বিক্রি করা হচ্ছে।

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুধ, ডিম ও মাংসের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রমজান মাসে জনসাধারণ যেন প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।