• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

শরীয়তপুরের ভেদরগঞ্জে চায়না দুয়ারী জাল ধ্বংস

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ মে ২০২৪  

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার এর নেতৃত্বে  অভিযান চালিয়ে ১০২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের দুলারচর এলাকার নদী থেকে এ সব নিশিধ্য চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরে উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে উদ্ধার করা অবৈধ এ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম  বলেন,চায়না দুয়ারি জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে দেয়। এ জালের পরিবেশগত ক্ষতিকর দিকসমূহের বিষয়ে জনগনকে অবগত এবং সতর্ক করা হয়েছে। চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।