• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নোয়াখালীতে হামলার দায় স্বীকার ৩ আসামির

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দির, দোকানপাট, বাড়িঘরে হামলা–ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আরো তিন আসামি দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

স্বেচ্ছায় জবানবন্দি দেওয়া আসামিরা হলেন আব্দুর রহিম সুজন (১৯), আরাফাত হোসেন আবির (১৮) ও ইব্রাহিম খলিল রাজিব (২৪)। হামলা চলাকালীন ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে বিশেষ অভিযান পরিচালনা করে এই ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, শনিবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামেদের হাজির করা হয়। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।