• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নাফ নদীতে ‘ক্রিস্টাল আইস’ ফেলে পালাল মাদক কারবারিরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার (২৮ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদী সীমান্তের জালিয়ারদ্বীপ দক্ষিণ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. রফিক মিয়া (৩৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া জেলে ঘাট এলাকার মৃত জহির আহমেদের ছেলে।

লে. কর্নেল ইফতেখার বলেন, ভোরে টেকনাফের জালিয়ারদ্বীপ দক্ষিণ এলাকার নাফ নদীর সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে হস্তচালিত একটি নৌকাযোগে সন্দেহজনক কয়েকজন মাদক কারবারিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১ জন ছাড়া নৌকায় থাকা অন্যরা নদীতে ঝাঁপ দেয়। পরে অন্ধকারে লোকগুলো সাঁতরিয়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকায় থাকা লোকটিকে বিজিবির সদস্যরা আটক করে। নৌকাটি তল্লাশী করে পাওয়া যায় একটি প্লাস্টিকের বস্তা। বস্তাটি খুলে পাওয়া যায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা মাদকের মূল্য আনুমানিক ৫ কোটি টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।