• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করতেন তারা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ মে ২০২২  

বগুড়ার কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির সদস্যরা এক নারীসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতারের সময় একটি নকল সোনার মূর্তি পাওয়া গেছে। বুধবার তাদের কাহালু থানায় সোপর্দ ও এ ব্যাপারে মামলা করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- বগুড়ার কাহালু উপজেলার সাবানপুর গ্রামের আনিসার রহমানের স্ত্রী ফরিদা পারভীন ও একই উপজেলার পানাই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে আবদুল জোব্বার।

র‌্যাব সূত্র জানায়, ফরিদা ও জোব্বার দীর্ঘদিন ধরে গ্রামের সহজ সরল মানুষকে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। মঙ্গলবার রাত ১২টার দিকে কাহালুর সাবানপুর গ্রামে ফরিদার বাড়িতে অভিযান চালিয়ে একটি নকল সোনার মূর্তি পাওয়া যায়। পরে ফরিদা ও জোব্বারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নকল সোনার মূর্তি দিয়ে সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসার কথা স্বীকার করেন। বুধবার দুইজনকে কাহালু থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষে মামলা করা হয়েছে।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।