• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কুরিয়ার সার্ভিস থেকে চুরি হওয়া পণ্য উদ্ধার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ মে ২০২২  

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার জুবিলী রোডের শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে চুরি হওয়া প্রায় ৫ লাখ টাকার পণ্য উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে রিয়াজউদ্দিন বাজারের কয়েকটি মোবাইল এক্সেসরিজের দোকানে অভিযান চালিয়ে এসব মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর।

এর আগে সোমবার (২৩ মে) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর থানাধীন বানিয়াল আশুলীর চর এলাকা থেকে চুরিতে জড়িত জহিরুল ইসলাম (২৭) নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার তাকে মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা। আদালত আসামিকে দুই দিনের রিমান্ড দেন।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জহির চোরাই পণ্য রিয়াজ উদ্দিন বাজারের বিভিন্ন মোবাইল এক্সেসরিজের দোকানে বিক্রির কথা জানালে বুধবার রাতে অভিযান চালিয়ে কার্টুন ভর্তি প্রায় ৫ লাখ টাকার চুরি যাওয়া পণ্য উদ্ধার ও জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে শাহ আমানত মার্কেটের এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়া সার্ভিস নামের প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানটির কর্মচারীরা মোবাইল এক্সেসরিজ ভর্তি কার্টুন চুরি করে।

এ ঘটনায় রিফাত মিয়া (২০) নামের এক কর্মচারীকে আটক করা হয়। পরবর্তীতে গত ১১মে এ নিয়ে কোতোয়ালী থানায় একটি চুরির মামলা হয়। ওই মামলার পুলিশ জড়িত এক আসামিকে গ্রেফতার করে চুরি যাওয়া পণ্য উদ্ধার করে।

রিমান্ডে থাকা আসামিকে বৃহস্পতিবার (২৬ মে) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর।