• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নারীর গলায় ভয়ংকর কোবরা পেঁচিয়ে লুট, অতঃপর...

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ জুন ২০২২  

বাগেরহাটের মংলায় নারীর গলায় ভয়ংকর কোবরা সাপ পেঁচিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। এ সময় পুলিশ কোবরা সাপটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাপটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের কাছে হস্তান্তর করেন থানা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। সাপটিকে রাতেই সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

আটকরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার সোহেল গারুলী (৩৫), জাকির গারুলী (৪০) ও মোটরসাইকেল চালক নজরুল।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী ও পর্যটনকেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির জানান, সোহেল গারুলী ও জাকির গারুলী এবং তাদের মোটরসাইকেল চালক নজরুল একটি কোবরা সাপটি নিয়ে সোমবার বিকেলে মোংলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামের আলতাফের বাড়িতে গিয়ে এক নারীর সঙ্গে মনসা আছে বলে ভয়ভীতি দেখান।

সাপটি ওই নারীর গলায় পেঁচিয়ে দিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়ার সময় ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন প্রতারকদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেন। পরে পুলিশ সাপসহ তিন প্রতারককে আটক করে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এরপর সাপটিকে সুন্দরবনে অবমুক্তের জন্য বন বিভাগের কাছে হস্তান্তরে পুলিশকে আদেশ দেন আদালত। সেই আদেশ মোতাবেক পুলিশ মঙ্গলবার রাতে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করে।

বন কর্মকর্তা আজাদ কবির আরও বলেন, ওই সাপটি নাম খৈয়ে কোবরা, যা লম্বায় ৫ ফুট; বয়স প্রায় দুই বছর। সাপটি থানা থেকে এনে করমজলে বনে গহিনে ছেড়ে দেয়া হয়েছে।