• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সরকারি ইনজেকশন বিক্রির চেষ্টা: ফার্মাসিস্ট কারাগারে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সরকারি ইনজেকশন বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেফতার ফার্মাসিস্ট ইসমাইল হোসেনকে (৩৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার আসামি ইসমাইল হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এর আগে সোমবার হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে ইসমাইল হোসেনকে আটক করে র‌্যাব। 

ইসমাইলের কাছ থেকে প্রায় ২০০টি ইনজেকশন জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ডমাস্টার বাশার বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

জানা যায়, ইসমাইলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। বাবার নাম আবদুল কুদ্দুস মোল্লা। ইসমাইল ঢামেক হাসপাতালের তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক। তিনি বহির্বিভাগের ঔষধাগারের ইনজেকশন বিভাগের দায়িত্বে ছিলেন।