• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

টেকনাফে ৪টি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ রোহিঙ্গা আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২  

কক্সবাজারে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ৪টি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৭ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জাফর আলম নয়াপাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামক এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে–এমন খবর পেয়ে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময়  দৌড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল জাফর আলমকে আটক করে। তার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, টেকনাফ নয়াপাড়া মোচনী ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল।

আটক জাফরের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।