• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বাস থেকে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা গুলি উদ্ধার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২  

সিলেটের জাফলং থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে ১০৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ থানা পুলিশের একটি দল নিয়ে মহানগরীর বটেশ্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করে। এ ঘটনায় ওই বাসের চালক ও কন্ট্রাক্টরসহ সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, জাফলং থেকে ছেড়ে আসা সিলেটমুখী বাস (সিলেট-ব ১১-০১৪১) তল্লাশি চালিয়ে বাসে থাকা একটি বক্স থেকে শর্টগানের ১০৫টি গুলি উদ্ধার করা হয়। বাসটি এখন থানা হেফাজতে রয়েছে।

ওসি বলেন, বাসের মালামাল রাখার বক্সে একটি ব্যাগের ভেতরে দুটি বক্সে শটগানের গুলি পাওয়া যায়। গুলিগুলোর গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে।