• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বানারীপাড়ায় গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারী গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

বরিশালের বানারীপাড়ায় গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হওয়া সেবা কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ম্যানেজার রঞ্জন মজুমদার(৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ। সে চেক জালিয়াতি মামলায় ১০লাখ টাকা জরিমানাসহ ১০মাসের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী ছিল।

২৫ জানুয়ারী বিকেল ৫টায় বানারীপাড়া মডেল থানা পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী স্বরুপকাঠী উপজেলার ইন্দেরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। সে বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতঁলা গ্রামের হরেন্দ্রনাথ মজুমদারের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বানারীপাড়া মডেল থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, সে বানারীপাড়ার সেবা কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ম্যানেজার থাকার সময় গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এক গ্রাহকের চেক জালিয়াতি মামলায় তার অনুউপস্থিতিতে বরিশালের আদালত তাকে ১০ লক্ষ টাকা জরিমান ও ১০মাসের সাজা দেয়। এরপর থেকে রঞ্জন মজুমদার পলাতক আসামী ছিল। এদিকে বছরের পর বছর পালিয়ে থাকা প্রতারক রঞ্জন মজুমদার গ্রেফতার হওয়ার খবরে প্রতারণার শিকার শত শত গ্রাহক থানা চত্তরে এসে জড়ো হয়। এসময় তারা তাদের আত্মসাতকৃত টাকা ফেরত চাওয়ার পাশাপাশি রঞ্জন মজুমদারের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।