• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

ছদ্মবেশে আত্মগোপনে ১৫ বছর, তবুও হলো না রক্ষা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রনিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়ে প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার ঢাকার ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃত রনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শালংকা গ্রামের মো. আপ্তাব উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০০৮ সালের জুলাই মাসে ফেনসিডিলসহ খিলগাঁও থানায় গ্রেফতার হন রনি। ওই ঘটনায় খিলগাঁও থানায় একটি মাদক মামলা হয়। পরে গ্রেফতার রনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। মামলাটি বিচার শেষে আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এদিকে, রনি সাজা থেকে বাঁচতে কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও বেশ পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতারে র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্প নজরদারি শুরু করে এবং সবশেষ ঢাকার ভাটারা থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায়। মঙ্গলবার (২১ মার্চ) ভাটারার যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা বলেন, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।