• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

পিরোজপুর সংবাদ

মেহেরপুরে জামায়াতের রোকন গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

মেহেরপুরের মুজিবনগরে নাশকতাসহ চার মামলায় জামায়াতের রোকন রনি হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের জামাত আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মুজিবনগর থানার এসআই উত্তম কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার নাজিরাকোনা গ্রামে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করে। আদালতে তার নামে দুটি নাশকতাসহ চারটি মামলা বিচারাধীন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল।